newspaper

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ, প্রত্যাহার দুই পুলিশ কনস্টেবল

0 22

মৌলভীবাজার টোয়েন্টিফোর ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হয়েছেন। এঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে বের হওয়ার পরেই তিনি গুলিবিদ্ধ হন। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়।

একটি সূত্র জানায়, হোটেল ওয়েস্টিনে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে বের হয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তার কাছেই দায়িত্বপালনরত কয়েকজন পুলিশের একজনের শটগান থেকে গুলি বেরিয়ে তার শরীর লাগে।

প্রত্যাহার হওয়া গুলশান থানার ওই দুই কনস্টেবলের নাম ইমরান ও আশরাফুল। ঘটনার তদন্তে গঠিত কমিটি এই দুই কনস্টেবলের বিরুদ্ধে প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার এসআই আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন