ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার মাদক সেবনের অপরাধে ৭ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নদগ অর্থদণ্ড মৌলভীবাজার জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামুন বহিষ্কার মৌলভীবাজার পৌরসভা ৯ নং ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন ইমরান সভাপতি কামাল সম্পাদক নির্বাচিত নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি কেয়ারে সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ গ্রে/ফ/তা র -১ বড়লেখায় লেভেল ক্রসিং পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা মাওলানা লুৎফুর রহমান কামালী’র রিক্সা প্রতিক নিয়ে শো’ডাউন মৌলভীবাজারে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ সমাপ্ত

মৌলভীবাজার পুলিশ কনস্টেবল পদে ১৯ জন নির্বাচিত

মৌলভীবাজার২৪ ডেস্কঃ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ১৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার  (২৯ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।

নির্বাচিত ১৯ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ১৮ জন। এদের মধ্যে নারী ৩ জন এবং পুরুষ ১৬ জন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখানে নির্বাচিত সবাই নিজেদের মেধা ও যোগ্যতায় ১৯ জনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা প্রত্যাশা করি সবাই তোমাদের কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করবে।

এসময় প্রাথমিকভাবে নির্বাচিতদের জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ২৮১ জন প্রার্থী গত ২০ মে ২০২৫ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ  প্রার্থীরা আজ (২৯ মে) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।