অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান

- আপডেট সময় ১১:১৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিম সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় বিশিষ্ট ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্ব নাসির আহমদ শাহীনের পক্ষ থেকে অনূর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের আপার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে এম সাইফুর রহমান স্টেডিয়াম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইফতেখার আহমেদ, যুগ্ম সম্পাদক মাহবুব ইজদানি, ক্রিকেট উপ-কমিটির সাবেক সদস্য ও ক্রীড়া সংগঠক মনোয়ার আহমেদ রহমান, ডি এফ এ সাধারণ সম্পাদক তঞ্জু খাঁন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাব্বির আহমদ চৌধুরী, হানিফ মোহাম্মদ খাঁন, ইমামুল হক রিপন, সিপিএএম সভাপতি ফয়েজ উর রহমান সুহেল সহ প্রমুখ।
