ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সকল সুবিধা এক জায়গায় নিয়ে আসতে চায় বিএনপি – এম নাসের রহমান মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থীর গণসংযোগ বাড়ির পাশে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার শাহবাজপুর নাটিটিলা থেকে অভিযান চালিয়ে ভারতীয় পাইপ গান দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি বিএনপির পরিকল্পনায় প্রতিদ্বন্দ্বীরা ‘কান্নাকাটি’ করছে: এম নাসের রহমান অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃ ত্যু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বাষিক নৈশভোজ ও আলোচনা সভা যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে : মৌলভীবাজারে তারেক রহমান তারেক রহমানের সফরসঙ্গী গাড়িবহরের টোল ফি অগ্রিম দিল জেলা বিএনপি শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল

আইন অমান্য করে নিম গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর কতৃপক্ষের বিরুদ্ধে

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • / ৩৭৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ আইন অমান্য করে অপরিপক্ক ৭ টি নিম গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর কতৃপক্ষের বিরুদ্ধে । শুক্রবার (৯ জুন)সকালে কোটচাঁদপুর পৌর বাসটার্মিনাল ও পুকুরের পাড় থেকে কাটা হয় এ গাছ গুলো। পৌরসভায় মটর সাইকেলের শেড বানাতে কাটা হয়েছে বললেন,মেয়র সহিদুজ্জামান সেলিম।

জানা যায়, শুক্রবার (৯ জুন)সকাল ১০ টা বাজে। এ সময় কোটচাঁদপুর পৌর বাসটার্মিনাল ও পুকুর পাড়ে থাকা নিম গাছ কাটছিলো কয়েক জন শ্রমিক। জিজ্ঞেস করতেই বলেন,কাউন্সলর রকিব কাটতে বলেছেন। এর কিছুক্ষন পর আর কোন গাছ না কেটে চলে যান শ্রমিকরা। স্বজমিনে গিয়ে দেখা যায়,ওই দুই স্থান থেকে ৭ টি অপরিপক্ক নিম গাছ কেটেছেন তারা।
বিষয়টি নিয়ে কাউন্সিলর রকিব উদ্দিন বলেন,পৌরসভার মটর সাইকেল রাখার শেড বানানো হচ্ছে। তাঁর জন্য বাটাম করা হবে। তিনি বলেন, এগুলো আগাছা গাছ,কোন বাকা,কোন টা পোকা লাগা। আর নারকেল,নিম গাছ কাটার জন্য কোন টেন্ডার লাগে না। এটা কেটে পৌরসভার কাজে লাগানো হবে।

এ ব্যাপারে প্যানেল মেয়র সোহেল আরমান বলেন,মেয়র যেখানে আছেন,সেখানে আমাদের বক্তব্যের প্রয়োজন নাই। তবে আমার জানামতে সরকারি কোন গাছ কাটতে, অনুমতির প্রয়োজন হয়।

একই কথা বললেন,প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন ও। তিনি বলেন,গাছ কাটতে হলে তো অবশ্যই নিয়ম মেনে কাটার কথা। আর নিয়ম মানলে তো আমাদের জানার কথা ছিল। গাছ কাটার বিষয়টি জানতাম না। এখন শুনলাম।
মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, অফিসের মটর সাইকেল রাখার শেড বানানোর জন্য গাছগুলো কাটা হয়েছে। তিনি বলেন, অল্প -শল্প কাজ বলে,বিষয়টি কাউকে জানানো হয়নি।

এভাবে কাটা যায় কিনা,এমন প্রশ্নে তিনি বলেন, কাটা যায় কিনা জানিনা,আমাদের অফিসিয়াল প্রয়োজন এ জন্য কাটা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, বিষয়টি আমার জানা নাই। এভাবে গাছ কাটতে পারে কি,এমন প্রশ্ন তিনি বলেন,এটি পৌরসভা সংক্রান্ত বিষয়। আপনি পৌর সভার মেয়রের সঙ্গে কথা বলেন। এটা আমার নলেজে নাই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইন অমান্য করে নিম গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর কতৃপক্ষের বিরুদ্ধে

আপডেট সময় ০৩:০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

কোটচাঁদপুর প্রতিনিধিঃ আইন অমান্য করে অপরিপক্ক ৭ টি নিম গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর কতৃপক্ষের বিরুদ্ধে । শুক্রবার (৯ জুন)সকালে কোটচাঁদপুর পৌর বাসটার্মিনাল ও পুকুরের পাড় থেকে কাটা হয় এ গাছ গুলো। পৌরসভায় মটর সাইকেলের শেড বানাতে কাটা হয়েছে বললেন,মেয়র সহিদুজ্জামান সেলিম।

জানা যায়, শুক্রবার (৯ জুন)সকাল ১০ টা বাজে। এ সময় কোটচাঁদপুর পৌর বাসটার্মিনাল ও পুকুর পাড়ে থাকা নিম গাছ কাটছিলো কয়েক জন শ্রমিক। জিজ্ঞেস করতেই বলেন,কাউন্সলর রকিব কাটতে বলেছেন। এর কিছুক্ষন পর আর কোন গাছ না কেটে চলে যান শ্রমিকরা। স্বজমিনে গিয়ে দেখা যায়,ওই দুই স্থান থেকে ৭ টি অপরিপক্ক নিম গাছ কেটেছেন তারা।
বিষয়টি নিয়ে কাউন্সিলর রকিব উদ্দিন বলেন,পৌরসভার মটর সাইকেল রাখার শেড বানানো হচ্ছে। তাঁর জন্য বাটাম করা হবে। তিনি বলেন, এগুলো আগাছা গাছ,কোন বাকা,কোন টা পোকা লাগা। আর নারকেল,নিম গাছ কাটার জন্য কোন টেন্ডার লাগে না। এটা কেটে পৌরসভার কাজে লাগানো হবে।

এ ব্যাপারে প্যানেল মেয়র সোহেল আরমান বলেন,মেয়র যেখানে আছেন,সেখানে আমাদের বক্তব্যের প্রয়োজন নাই। তবে আমার জানামতে সরকারি কোন গাছ কাটতে, অনুমতির প্রয়োজন হয়।

একই কথা বললেন,প্যানেল মেয়র (২) জাহিদ হোসেন ও। তিনি বলেন,গাছ কাটতে হলে তো অবশ্যই নিয়ম মেনে কাটার কথা। আর নিয়ম মানলে তো আমাদের জানার কথা ছিল। গাছ কাটার বিষয়টি জানতাম না। এখন শুনলাম।
মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, অফিসের মটর সাইকেল রাখার শেড বানানোর জন্য গাছগুলো কাটা হয়েছে। তিনি বলেন, অল্প -শল্প কাজ বলে,বিষয়টি কাউকে জানানো হয়নি।

এভাবে কাটা যায় কিনা,এমন প্রশ্নে তিনি বলেন, কাটা যায় কিনা জানিনা,আমাদের অফিসিয়াল প্রয়োজন এ জন্য কাটা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, বিষয়টি আমার জানা নাই। এভাবে গাছ কাটতে পারে কি,এমন প্রশ্ন তিনি বলেন,এটি পৌরসভা সংক্রান্ত বিষয়। আপনি পৌর সভার মেয়রের সঙ্গে কথা বলেন। এটা আমার নলেজে নাই।