আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল জেলা ইজতেমা

- আপডেট সময় ১০:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৩০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মৌলভীবাজারে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে মধ্যরাত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস,ট্রাক, পিকআপভ্যানসহ ব্যক্তিগত গাড়িতে করে ইজতেমা ময়দানে আসেন।
১২ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয় তাবলীগ জামাতের তিনদিন ব্যাপী জেলা ইজতেমা ওই দিন সিলেটের শুরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস ছাড়াও মূল পর্বে বয়ান করেন থাইল্যান্ড থেকে আসা তাবলীগের মুরব্বী মাওলানা আছরি সহ ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের মুরব্বীরা।
এদিকে তাবলীগ জামাতের তিনদিনে জেলা ইজতেমার শেষ দিনের আখেরী মুনাজাত পর্বে অংশ নেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান সহ সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
