ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মহাসড়ক সংস্কারসহ ৪’দফা দাবীতে মৌলভীবাজার মানববন্ধন খালেদা জিয়া-তারেক রহমান জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন সিলেটে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ভাগ্য নির্ধারণ রোরবার মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিদ্বন্দ্বী নয়, নির্বাচনী প্রক্রিয়া আমাদের মূল লক্ষ্য” — নাসের রহমান জুলাই সনদের বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল মৌলভীবাজারে বিস্ব হাত ধোয়া দিবস পালিত বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী

আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে

সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দুদকের কমিশনার মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারার বিধানমতে তিনি এই নিয়োগ পেয়েছেন।

এতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন, কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।

আছিয়া খাতুন দুদকের বিদায়ী কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ড. মোজাম্মেল হক খান আগামী ২৯ জুন বিদায় নেবেন। একই দিন অছিয়া খাতুন দুদক কমিশনার (অনুসন্ধান) হিসেবে যোগ দেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আছিয়া খাতুনের সরকারি চাকরিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২৯ বছর সচিবালয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের ২৬ জানুয়ারিতে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে যোগ দেন। পরে তিনি নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন।

খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকা অবস্থায় গত ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

আছিয়া খাতুন ১৯৬৩ সালে চুয়াডাঙ্গার দর্শনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম কম (হিসাববিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। পরে তিনি দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নেন।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার

আপডেট সময় ০২:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩

সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাবেক সচিব মোছা. আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দুদকের কমিশনার মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (১৩ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারার বিধানমতে তিনি এই নিয়োগ পেয়েছেন।

এতে আরও বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন, কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।

আছিয়া খাতুন দুদকের বিদায়ী কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ড. মোজাম্মেল হক খান আগামী ২৯ জুন বিদায় নেবেন। একই দিন অছিয়া খাতুন দুদক কমিশনার (অনুসন্ধান) হিসেবে যোগ দেবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আছিয়া খাতুনের সরকারি চাকরিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২৯ বছর সচিবালয় এবং মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালের ২৬ জানুয়ারিতে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে যোগ দেন। পরে তিনি নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন।

খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকা অবস্থায় গত ২০২২ সালের ৩ জানুয়ারি অবসরে যান।

আছিয়া খাতুন ১৯৬৩ সালে চুয়াডাঙ্গার দর্শনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম কম (হিসাববিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। পরে তিনি দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নেন।