ইফতার ও সেহরির সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন কাজী আসাদুজ্জামান, সৈয়দ মোকাম্মিল আলী,মুজাহিদ আহমদ,রেজাউর রহমান,সৈয়দ সাহেদ আহমদ,সৈয়দ সুজা,মুক্তার আহমেদ,সাহিদ আহমেদ, সায়েক আহমদ, মোঃ ছালিক আহমেদ, তাপস দাস ও সাংবাদিক বৃন্দ।
যানা যায় আত্মার আত্মীয় মৌলভীবাজার সরকারি কলেজ ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষের সমমনা বন্ধুদের উন্মুক্ত মঞ্চ যার শুরু বিলেত থেকে। এই দুই বর্ষের বন্ধুদের বেশীর ভাগেরই অবস্থান প্রবাসে। আত্মার আত্মীয়র সমন্বয়ক কবি কাজল রশীদের তত্বাবধানে গত ২৩/২৪ বছর ধরে ডিসেম্বরের পঁচিশ তারিখ বিলেতের বিভিন্ন স্থানে অবস্থানরত বন্ধুরা নিয়মিত ভাবে মিলিত হন আড্ডায় এবং মত বিনিময় করেন। বিগত কয়েক বছর থেকে ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত হয়েছেন আমেরিকা, কানাডা, ইটালি, মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশের বন্ধুরাও।
অনুষ্ঠানে সৈয়দ মোকাম্মিল আলী বলেন
দেশ এবং দেশমাতৃকায় বন্ধুদের হৃদয়ে প্রতি মুহুর্ত্ব দোলা দেয় দেশের জন্য মানুষের জন্য কিছু একটা করার চিন্তা থেকে আমরা ১২ বছর থেকে আত্মার আত্মীয় পক্ষ থেকে শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণ করেছি লক্ষ টাকার শীতবস্ত্র এবং কম্বল। এরই ধারাবাহিকতায় এবার বিতরণ করা হচ্ছে দরিদ্র মানুষের মাঝে প্রায় পাঁচ লক্ষ টাকার খাদ্য সামগ্রী।
মুজাহিদ আহমদ বলেন দুস্থ মানুষের জন্য স্থায়ী কিছু করার চিন্তা ভাবনা আত্মার আত্মীয়য়ের বন্ধুদের আছে। আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। আজকের ইফতার সামগ্রী বিতরণে আমেরিকা থেকে সহযোগিতা করেন সৈয়দ শরীফ আহমেদ,বাংলাদেশে বিতরণে দ্বায়িত্বে ছিলেন কাজি আসাদুজ্জামান , সৈয়দ মোক্কামিল আলী, মনসুর আলম টিপু,সৈয়দ সাহেদ আহমদ, সৈয়দ সুজা,মোঃ মুক্তার আহমদ,সাহিদুর রহমান,ওবায়দুর রহমান ছালিক ও সায়েক আহমদ।