আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মৌলভীবাজারে
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৮:৩৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ৪০৪ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি: “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহষ্পতিবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২২উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।সভায় সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তানিয়া সুলতানা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন,পৃথিবীর সব মানুষকেশিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে সচেতনতা সৃষ্টির লক্ষেই মূলত এই দিনটির প্রচলন।সাক্ষর তারহার বৃদ্ধিতে সকলকে অধিক সচেতন হতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলাম্যাজিষ্ট্রেট শাহীনা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান।
এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষিকা,এনজিও প্রতিনিধিসহ প্রমূখ।
উল্লেখ্য,১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে।ব্যক্তি,গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলেধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়।প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়েআন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়।
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)