আপিল শুনানি শেষে তাজুল ইসলাম তাজের প্রার্থিতা বাতিল

- আপডেট সময় ১২:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ৭৯৩৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিতর হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। এদিকে তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করলে রোববার দিনব্যাপী আপিল শুনানি হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মৌলভীবাজার২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করে জানান তাজুল ইসলাম তাদের বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে তাই তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে রোববার (২৮ এপ্রিল) দিনব্যাপী জেলা কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
এব্যাপারে তাজুল ইসলাম তাজ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান,অবশ্যই আমি উচ্চতা আদালতে আপিল করব এবং ইনশাল্লাহ আমার রায় আমারই পক্ষে আসবে এবং জনগণ আমার সাথে রয়েছে।
এদিকে সকালে চেয়ারম্যান পদে মো. কামাল হোসেনের প্রার্থীতা বৈধ রয়েছে।
