আমরা দ্রুতই বিয়ে করছি: রণবীর
- আপডেট সময় ০২:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৪০৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম আলোচিত জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছেন ‘রালিয়া। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রণবীর-আলিয়া। খবরটি নিজ মুখে জানিয়েছেন রণবীর কাপুর।
বৃহস্পতিবার (৩১ মার্চ) আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ‘শর্মাজি নামকিন’। এই ছবির কাজ চলার সময় মারা যান রণবীরের বাবা ঋষি কাপুর। ছবিটি মুক্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাবার পক্ষ থেকে প্রচারে অংশ নেন রণবীর। ওই আয়োজনে সাংবাদিকরা তার কাছে বিয়ের প্রসঙ্গে জানতে চান।
রণবীর বলেন, আমি তারিখটা বলতে চাই না। কারণ এটা একটা সংবাদ সম্মেলন। বিয়ের তারিখ বলার জায়গা নয়। কিন্তু আমার আর আলিয়ার তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা আছে। এটুকুই বলতে পারি, আমরা তাড়াতাড়ি বিয়ে করছি।
শোনা যায়, রণবীরের বাবা ঋষি কাপুর মারা যাওয়ায় তাদের বিয়ে পিছিয়ে যায়। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মুক্তির পরই বিয়ে করবেন তারা।
শুরুতে ২০১৮ সালের এপ্রিলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির কথা ছিল। নানা জটিলতায় ছবিটি মুক্তি না পাওয়ায় ২০২২ সালে ৯ সেপ্টেম্বর মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা।