ব্রেকিং নিউজ
আমার এমন লাশের সাথেই নিত্য বসবাস
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ৮১২ বার পড়া হয়েছে

প্রানবন্ত লাশ
তোমরা কি দেখেছো কোন প্রানবন্ত লাশ ?
আমার এমন লাশের সাথেই নিত্য বসবাস !
অদ্ভুত সেই লাশের আছে
রহস্যময় মন!
তাতে আমি ছাড়া ভিন্ন মনের
হয় অন্নপ্রাশন।
লাশে হাসে, লাশে কাঁদে
ভিন্ন এক মায়ায়,
দুষ্প্রাপ্য যেনেও এ মন থাকে তার আশায়।
নিষ্ঠুর এই লাশের তরে কেমন জানি টান!
তার অবাঞ্ছিত আমি জেনেও হয় না অভিমান।
মায়াবী এই লাশটা জানে নিখুঁত অভিনয়,
পতি পতি খেলছে! আছে লোক সমাজের ভয়।
সমাজ জানে লাশ আর আমি অভিন্ন হৃদয় !
নয়তো লাশের তরে কেউ কি অবহেলা সয়?
লাশের তরে মরন বরণ করছি হেসে হেসে,
আফসোস! তবু সাধ মেটেনা লাশকে ভালবেসে।
না জানি কতো মন কুটিরে
আছে এমন লাশ!
কবর,কফিন,চিতা নাই তার
মানুষ করছে গ্রাস।
মিতা মল্লিক
ট্যাগস :



















