ঢাকা ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
দল করে কমিটি বানালেই কি জনগণ ভোট দিবে,তাদের তো কেউ চিনে না জানে না – মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে এম নাসের রহমান রাজনগরে মাদক,জুয়া,চুরি ইভটিজিং বন্ধে সচেতনতামূলক সভা পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন পৌর বিএনপি ১নং ওয়ার্ড আহ্বায়ক কমিটি গঠন ও কর্মীসভা অনুষ্ঠিত প্রশাসন, পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে আওয়ামীলীগ দেশে রাম রাজত্ব চালিয়েছে”- নাসের রহমান দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অবনতির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবি ব্যাংকের “গ্রাহক সম্মাননা” অনুষ্ঠান বোরহান উদ্দিন সোসাইটির দুই যুগ পূর্তি উপলক্ষ্যে শোভাযাত্রা ও মেধা যাচাই পরীক্ষা’র পুরস্কার বিতরণ উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

আমার প্রথম কাজ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশে ফিরে ড. ইউনূস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ১৩৩ বার পড়া হয়েছে

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যেন না হয়।

তিনি বলেন, ‘দেশবাসী যদি আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

ড. ইউনূস বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।

তিনি বলেন, তরুণদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারবে। তরুণদের দেখে সারা দুনিয়া শিখবে, কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গড়ে তুলতে পারে। এখন আমাদের কাজ হলো তারা যে স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছে তা আমাদের রক্ষা করা।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে অধ্যাপক ইউনূস বলেন, আজ আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। আবু সাঈদের গুলি খাওয়ার পর থেকে আর কোনো তরুণ হার মানেনি। তারা বুক পেতে গুলি খেতে ভয় করেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমার প্রথম কাজ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা, দেশে ফিরে ড. ইউনূস

আপডেট সময় ০৭:২১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করাই হবে আমার প্রথম কাজ। কারও ওপর কোনো হামলা যেন না হয়।

তিনি বলেন, ‘দেশবাসী যদি আমার ওপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন দেশের কোনো জায়গায় কারও ওপর হামলা হবে না।’

বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

ড. ইউনূস বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে নতুন বিজয় দিবস সৃষ্টি করল তরুণেরা সেটাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা বাংলাদেশকে রক্ষা করেছে। নতুন করে পুনর্জন্ম দিয়েছে।

তিনি বলেন, তরুণদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারবে। তরুণদের দেখে সারা দুনিয়া শিখবে, কীভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গড়ে তুলতে পারে। এখন আমাদের কাজ হলো তারা যে স্বাধীনতা অর্জন করে নিয়ে এসেছে তা আমাদের রক্ষা করা।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে অধ্যাপক ইউনূস বলেন, আজ আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। আবু সাঈদের গুলি খাওয়ার পর থেকে আর কোনো তরুণ হার মানেনি। তারা বুক পেতে গুলি খেতে ভয় করেনি।