ব্রেকিং নিউজ
আমি তো ভীষণ রকম অসুস্থ সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
- / ৯১৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক আমেরিকা প্রবাসী শফিউল ইসলাম শফি শুক্রবার WhatsApp মৌলভীবাজার টোয়েন্টফোর ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল এর কাছে যা লিখলেন
খুব খুশি হলাম ভাই।
আমি তোমার পাঠানো সব নিউজই পড়ি।
জেলার খবর, বিশেষ করে প্রাণের শহরের খবরের জন্য বুকটা আনচান করে সবসময়।
আমি তো ভীষণ রকম অসুস্থ– তা তো বোধহয় তুমি জানোই।
আমার ডান হাত-পা পুরো অবশ প্রায়। বিশেষ করে কোমর থেকে ডান পা পুরোই অবশ। কথা এখনও স্পষ্ট হয়নি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা একদমই করতে পারি না। সবসময় বিছানায়ই পড়ে থাকি।
আমার জন্য দোয়া রেখো, ভাই!
আসলে সার্জারির পর থেকে স্মৃতিশক্তি দিন দিন হারিয়ে ফেলছি দ্রুতই! তেমন কিছুই মনে করতে পারি না আজকাল।
আর, আমাকে ক্ষমা করে দিও। কখন যে কী হয়– বলা তো যায় না!
সবাইকে আমার সালাম ও দোয়া জানিও। ভালো থেকো সবাই।
মা’আসসালাম।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :