আলফাডাংগা থানার নতুন ওসি হিসেবে পদোন্নতি পেলেন আবু তাহের

- আপডেট সময় ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ৪৬৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাংগা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আবু তাহের ।তিনি ১৮ অক্টোবর নতুন ওসি হিসাবে এ দায়িত্ব বুঝে নিবেন।
শনিবার (১৫ অক্টোবর) ফরিদপুর জেলার পুলিশ সুপার মো: শাহজাহান স্বাক্ষরিত এ আদেশ দেয়া হয়।
নবাগত ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, আলফাডাংগা থানায় মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। মাদকসেবি, মাদক ব্যবসায়ী ও মাদকের ব্যাপারে তদবিরকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
ওসি আরো বলেন, উপজেলার পুলিশ ও সাংবাদিক পাশাপাশি কাজ করবে।একে অপরকে সহযোগীতা করতে হবে।এসময় তিনি অপরাধ দমনে সকলের সহায়তা চান এবং দালাল মুক্ত থানা গঠনের ব্যাপারে কাজ করবেন বলে আশ্বাস প্রদান করেন।
মোহাম্মদ আবু তাহের এর আগে মৌলভীবাজার জেলায় বিশেষ শাখার পরিদর্শক (ডিআইওয়ান) মানুষের আস্থা ও সুনামের সাথে নিঃস্বার্থ ভাবে কাজ করে গেছেন।
