উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

- আপডেট সময় ১০:১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
৭ আগষ্ট উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা বশির আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সবুজায়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অধ্যক্ষ বশির আহমদ বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগানোর বিকল্প নেই।” তিনি সকল শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে দোয়ার মাধ্যমে দেশের কল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দোয়া করা হয়।
