এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর পালবদল অনুষ্ঠিত
- আপডেট সময় ০৫:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ৩২৩ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি– আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের অন্যতম এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৪ তম পালাবদল অনুষ্টিত।
শুক্রবার (১৯ মে) বিকাল ৪ টায় জুড়ী রেলস্টেশন রোডে প্রাইম লাইফ ইনস্যুরেন্স কার্যালয়ে বিদায়ী সভাপতি এপেঃ মোঃ আনোয়ার হোসেন ও নবাগত সভাপতি এপেঃ হাবিবুর রহমান এর দুই পর্বের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এপেঃ মাহমুদুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ এনামুল হক মিলন,লাইফ গভর্নর এপেঃ এডভোকেট সমিউল আলম,এপেঃ আক্তার হোসেন খান,এনআইআরডি এপেঃ কবির আহমদ, এনওয়াইসিডি এপেঃ মনিরুল ইসলাম, এনএসডি এপেঃ শাহেদুর রহমান শাহেদ, ডিজি-৪ এপেঃ এডভোকেট মোঃ জালাল উদ্দিন, পিডিজি-৪ এপেঃ মোঃ বাবুল মিয়া,লাইফ মেম্বার ও এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর অতিত সভাপতি ফরহাদ আহমদ,জাতীয় সচিব এপেঃ সুজিত কুমার শাহা সুব্রত।
উপস্হিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম,এপেঃ নাজিম উদ্দীন মানিক, এপেঃ এম রাজু আহমদ, এপেঃ আনোয়ার হোসেন, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর চার্টার প্রেসিডেন্ট এপেঃ মোঃ আব্দুল আজিজ,অতিত সভাপতি এপেঃ মোঃ তাজুল ইসলাম,অতিত সভাপতি এপেঃ জুয়েল রানা,এপেঃ তোফাজ্জল হোসেন কামাল,
বর্তমান সভাপতি এপেঃ মাহবুবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ আনিছুর রহমান শিপলু,জুড়ী ভ্যালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ নোমান আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাসান আহমদ,সেক্রেটারি এন্ড ডিএনএডিটর এপেঃ আশরাফুজ্জামান রিশাদ, ট্রেজারার এপেঃ আতিকুর রহমান, সার্ভিস ডাইরেক্টর এপেঃ মিজানুর রহমান বাবলু,মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডাইরেক্টর এপেঃ বদরুল ইসলাম, সার্জেন্ট এট আর্মস এপেঃ আসুক উদ্দিন প্রমূখ।
সভায় জেলা-৪ গভর্ণর এপেঃ এডভোকেট মোঃ জালাল উদ্দিন ২০২৩ বর্ষে এপেঃ হাবিবুর রহমান কে সভাপতি ও এপেঃ আশরাফুজ্জামান রিশাদ কে সেক্রেটারি এন্ড ডিএনএডিটর করে ১১ সদস্য বোর্ড কে শপথ পাঠ করে এপেক্সের গ্যাবেল তুলে দেন।
সভায় জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ক্লাবের পক্ষ থেকে তিনটি বৈদ্যুতিক পাখা ও একজন ক্যান্সার রোগীকে নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।সবশেষে ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মরহুম এপেঃ মোঃ নুরুল ইসলাম এর দশম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।