এস এস সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল স্পন্দন মৌলভীবাজার

- আপডেট সময় ০২:৪০:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ২০৯ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার অন্যতম বৃহত্তর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন মৌলভীবাজার এর উদ্যোগে এস এস সি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
১০ নভেম্বর ২০২৪ মৌলভীবাজারস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জিপিএ ৫ প্রাপ্ত ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে সংগঠনটি।
স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মোজাহিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুর রহমান সৌরভ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনছুর আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুমা ধর কৃষ্ণ,ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর(অবঃ) মামুনুর রশীদ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর মিসেস দিলারা রহমান, শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
স্পন্দন মৌলভীবাজার এর সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান,যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ রাফি, সাংগঠনিক সম্পাদক আদনান জাকারিয়া, মোজাহিদ আহমদ অপু,ফয়ছল আহমদ শাহী, দপ্তর সম্পাদক সৈয়দ নাবিল উজ্জামান,হাসান আহমদ রাফাত, এএম মুহিবুর রহমান, ইমন মিয়া,জায়েদুল ইসলাম আমিনুল,এস এম জীবান আহমদ, রাকিব হোসেন ইমন,নাইম ভুইয়া শাকিল,তাসীন আহমদ প্রমুখ।
