ব্রেকিং নিউজ
কমলগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্ভোধন
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ৩৪৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কমলগঞ্জ পৌরসভার যৌথ বাস্তবায়নে এবং জিওবি – বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন বাংলাদেশের ৩০ টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভায় পাইপ বাহিত পানি সরবরাহ ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্ভোধন করা হয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভায় পাইপ বাহিত পানি সরবাহ ব্যবস্থা নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ খালেদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইস আল রেজুয়ান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কমলগঞ্জ উপজেলার প্রকৌশলী সুজন আহমেদ,জেলার প্রাক্কলনিক মোঃ জাহাঙ্গীর আলম,ঠিকাদার প্রতিনিধিসহ প্রমূখ।
নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ প্রকল্প এলাকা পরিদর্শন করে চলমান ৬০০ ঘনমিটার ধারনক্ষমতার ওভারহ্যাড ট্যাংক, ওয়াটার অফিস বিল্ডিং ও ট্রিটম্যান্ট প্ল্যান্ট নির্মান এলাকা ঘুরে দেখেন।
ট্যাগস :