ব্রেকিং নিউজ  
                            
                            কমলগঞ্জ শমশেরনগর ইয়াবাসহ আটক ১
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৬:২৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
- / ৬১৩ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের ওসমান গড় গ্রাম থেকে রাববার রাত ৮ টায় ১২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সুলতান মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে শমশেরনগর ফাঁড়ির পুলিশ আটক করেছে।
সে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাও গ্রামের আজমল আলীর ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় উপ সহকারি পরিদর্শক এ এস আই এনামুল হককে নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুলতান মিয়াকে আটক করা হয়। এসময় তারদেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ১২ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			









