ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
বড়লেখায় নারী শিক্ষা কলেজে অভিভাবক নির্বাচন: বিএনপি পেল ২,জামায়াত -১ বড়লেখায় গ্রেফতার -২ লুটকৃত মোবাইল ও নগদ অর্থ উদ্ধার আনন্দ মিছিল ও মোটরসাইকেল র‍্যালির মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মৌলভীবাজার জেলা বিএনএসবি চক্ষু হাসপাতালের হাসপাতাল ও একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর চা বাগান লেক থেকে বৃদ্ধার লা/শ উ/দ্ধা/র অজগর সাপকে পিটিয়ে হত্যা ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী মৌলভীবাজারে মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত জুড়ীতে দক্ষিণ বড়ধামাইয়ের একমাত্র সড়ক এখন মরণফাঁদ — দুর্ভোগে শতাধিক পরিবা মামুনুল হক’কে নিয়ে উস্কানীমূলক বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত যুব মজলিস বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তরুণ প্রজন্ম দল

কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির। বুধবার সকালে কোটচাঁদপুরের তালসারের ঘাটপাড়ার মাঠে মারা পড়ে এ সাপটি। তবে সাপটি দেখার পর থেকে  সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার আতংক সৃষ্টি হয়েছে।
তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু বলেন,ব
তালসার ঘাটপাড়া সিরাজের ছেলে বাবলু হোসেনের জমি এটি। ওই জমিটি লিজ নিয়ে বেশ কিছুদিন চাষ করে  আসছি আমি। বুধবার সকালে ওই জমিতে ধান চাষ করার জন্য কলের লাঙ্গল দিয়ে চাষ করছিলাম। চাষের শেষ মুহূর্তে জমির পাশেন বড় একটি কচা গাছ ছিল। সেই কচা গাছে গোড়া থেকে কলের লাঙ্গল চাষ করার সময় লাঙ্গলের ফলায় জড়িয়ে বেরিয়ে আসে এই সাপটি। সাপটি দেখে ভয়ে  ড্রাইভার হান্নান গাড়ি বন্ধ করে দূরে সরে যায়। পরে আমাকে ও জালালকে ডেকে সাপটি দেখায়। আমি মনে মনে ভেবেছিলাম সাপটি রাসেল ভাইপার হতে পারে।
কিন্তু কাছে গিয়ে দেখি যে না এটি অন্য প্রজাতির সাপ। এর কয়েক মিনিট পরেই সাপটি মারা যায়।
বিষয়টি নিয়ে ওই গ্রামের জালাল হোসেন বলেন, এটি শাখা পাটি সাপ,অন্যদিকে মোহনপুর গ্রামের হাসান বলেন,এটি কালাস সাপ, একই গ্রামের আতিয়ার রহমান বলেন  এটি কান্দল সাপ বলে এমন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন অনেকে। তবে সাপটি দেখার পর সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপে আতংক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মরা সাপটি ওই মাঠের একটি গাছের পাশে পূতে রেখেছেন বলে জানিয়েছেন আকিমুল ইসলাম সাজু।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির

আপডেট সময় ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
কোটচাঁদপুর প্রতিনিধিঃ  কলের লাঙ্গলের ফলায় বেঁধে জীবন গেল সাপটির। বুধবার সকালে কোটচাঁদপুরের তালসারের ঘাটপাড়ার মাঠে মারা পড়ে এ সাপটি। তবে সাপটি দেখার পর থেকে  সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার আতংক সৃষ্টি হয়েছে।
তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু বলেন,ব
তালসার ঘাটপাড়া সিরাজের ছেলে বাবলু হোসেনের জমি এটি। ওই জমিটি লিজ নিয়ে বেশ কিছুদিন চাষ করে  আসছি আমি। বুধবার সকালে ওই জমিতে ধান চাষ করার জন্য কলের লাঙ্গল দিয়ে চাষ করছিলাম। চাষের শেষ মুহূর্তে জমির পাশেন বড় একটি কচা গাছ ছিল। সেই কচা গাছে গোড়া থেকে কলের লাঙ্গল চাষ করার সময় লাঙ্গলের ফলায় জড়িয়ে বেরিয়ে আসে এই সাপটি। সাপটি দেখে ভয়ে  ড্রাইভার হান্নান গাড়ি বন্ধ করে দূরে সরে যায়। পরে আমাকে ও জালালকে ডেকে সাপটি দেখায়। আমি মনে মনে ভেবেছিলাম সাপটি রাসেল ভাইপার হতে পারে।
কিন্তু কাছে গিয়ে দেখি যে না এটি অন্য প্রজাতির সাপ। এর কয়েক মিনিট পরেই সাপটি মারা যায়।
বিষয়টি নিয়ে ওই গ্রামের জালাল হোসেন বলেন, এটি শাখা পাটি সাপ,অন্যদিকে মোহনপুর গ্রামের হাসান বলেন,এটি কালাস সাপ, একই গ্রামের আতিয়ার রহমান বলেন  এটি কান্দল সাপ বলে এমন ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন অনেকে। তবে সাপটি দেখার পর সাধারন মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপে আতংক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
মরা সাপটি ওই মাঠের একটি গাছের পাশে পূতে রেখেছেন বলে জানিয়েছেন আকিমুল ইসলাম সাজু।