কাতার বিশ্বকাপে খেলবে যারা
- আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ৫৪৪ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেলেছে স্বাগতিক কাতারসহ ২৭টি দল। তবে আরও বাকি আছে ৫টি দল নির্বাচনের।
প্লে-অফের ফাইনাল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে পর্তুগাল, পোল্যান্ড। এদিকে ওয়েলস ফাইনাল নিশ্চিত করে ফেললেও তাদেরকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য মাঠে নামতে অপেক্ষা করতে হবে আগামী জুন পর্যন্ত। কারণ, রাশিয়া যুদ্ধ ঘোষণা করায় স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের সেমিফাইনাল ম্যাচটি পিছিয়ে গেছে। ফাইনালে ওয়েলস মোকাবিলা করবে ইউক্রেন অথবা স্কটল্যান্ডকে।
ইউরোপ অঞ্চল থেকে ইতোমধ্যেই সর্বোচ্চ ১২টি দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। এছাড়া অপেক্ষায় আছে স্কটল্যান্ড, ইউক্রেন এবং ওয়েলস এর মধ্যকার ফাইনালের। সেখান থেকে একটি দল পাবে কাতারের টিকিট।
ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপের সুযোগ পেয়েছে। তারা হলো ব্রাজিল, আর্জেন্টিনা, ইকুয়েডর এবং উরুগুয়ে। আর পঞ্চম দল হিসেবে প্লে-অফের অপেক্ষায় আছে প্যারাগুয়ে।
আফ্রিকা মহাদেশেই ঘটেছে এবার যতসব দুর্ঘটনা। এবারের বিশ্বকাপে দেখা যাবে না মোহাম্মদ সালাহর মিশর, সুপার ইগলস নাইজেরিয়া এবং ক্যামেরুনকেও। তবে সাদিও মানের সেনেগালের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে আরও চার দল।
উত্তর আমেরিকা অঞ্চল থেকে কেবল নিশ্চিত করেছে কানাডা। তবে অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কোস্টারিকা।
এশিয়া মহাদেশ থেকে চারটি দল পেয়েছে কাতারের টিকিট আর অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।