কিশোর ও নারীকে হত্যাচেষ্টা,যুবক কারাগারে
- আপডেট সময় ০৩:৫৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ২৩১ বার পড়া হয়েছে
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর ও নারীকে হত্যাচেষ্টার মামলায় মাসুদ আহমদ (২৭) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মাসুদ উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ গাংকুল গ্রামের লিয়াকত আলী আনছারের ছেলে।
সোমবার (২২ মে) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে হাজির হয়ে মাসুদ আহমদ জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ মে দক্ষিণ গাংকুল গ্রামের স্থানীয় ফুটবল খেলার মাঠে এলাকার কিশোররা ফুটবল খেলছিল। এসময় মাসুদ আহমদ তাদের মারপিট করে তাড়িয়ে দেন। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে মাসুদ আহমদ ও তার বাবা লিয়াকত আলী আনছার কিশোর জুয়েল আহমদকে মারপিট করে। এই ঘটনার প্রতিবাদ করলে মাসুদ আহমদের নেতৃত্বে কিশোর জুয়েল ও তার মা নাজমা বেগমের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় ২০ মে থানায় মামলা হয়েছে।