কুয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় কুলাউড়ার সালাউদ্দিনের মৃত্যু

- আপডেট সময় ০৭:০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৭১৭ বার পড়া হয়েছে

মোঃ আলাল আহমদঃ কুয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সালাউদ্দিন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ৮ টায় কুয়েতের ওয়াফরা এলাকায় ৫০০ নম্বর রোডে মোটর সাইকেল চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সালাউদ্দিন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খেওলাকান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের মামা কুয়েতপ্রবাসী নূরুল আমিন বখশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালাউদ্দিন দেওয়ানি মজলিসে কাজ করতেন। ঘটনার দিন মোটর সাইকেল চালানো অবস্থায় পিছন থেকে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ৯ বছর আগে কুয়েতে আসে আমার ভাগিনা। দেশে তার দুটি কন্যা সন্তান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ দেশে প্রেরণ করা হবে।
