ব্রেকিং নিউজ
কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকা থেকে গ্রেফতার
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৫৯৩ বার পড়া হয়েছে
কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কুলাউড়া থানা সূত্রে জানাযায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলায় তাকে গ্রেফতার বরা হয়।
কুলাউড়া থানার ওসি আপছার উদ্দিন জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :