কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
- আপডেট সময় ০৫:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ৫৪০ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবাসহ জমির আলী (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ জুন) রাতে কুলাউড়া থানাধীন চাতলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১.০০ ঘটিকার সময় কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানাধীন কাদিপুর ইউনিয়নের অন্তর্গত চাতলগাও এলাকায় কুলাউড়া টু রবিরবাজার রোডস্থ রেলগেট এলাকা থেকে তাকে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ০২ টি নীল রঙের পলিথিনের ভেতরে মোড়ানো অবস্থায় ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত জমির আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গ্রামের সিরাজ আলীর ছেলে এবং বর্তমানে কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭/৮ টি মাদক মামলা রয়েছে মর্মে জানা যায়।
মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা



















