কৃষক কার্ড–ফ্যামেলি কার্ডের মাধ্যমে গ্রামীণ উন্নয়ন ত্বরান্বিত করবে বিএনপি: এম নাসের রহমান
- আপডেট সময় ০৭:১৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম নাসের রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ড ও ফ্যামেলি কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সবসময় গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করেছে এবং আগামীতেও এর কোনো ব্যত্যয় ঘটবে না।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি প্রদত্ত ভোট আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি ছাড়া দেশের জনগণের সামনে আর কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার একমাত্র দল বিএনপি।
রোববার বিকেলে (২৫ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার ৪ নং আপার কাগাবালা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে আথানগিরি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম নাসের রহমান আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করে বলেন—দেশের অস্তিত্ব আজ এক ব্যক্তির নেতৃত্বের ওপর নির্ভর করছে। অতীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে থাকুন কিংবা মুক্ত থাকুন, তাঁর নেতৃত্বেই দেশের অস্তিত্ব টিকে ছিল। অন্যথায় দেশ অনেক আগেই ভিন্ন পরিণতির দিকে চলে যেত।
উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জিপুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত ও মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বদরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি কবির উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুস সোবহান, ছাত্রদল সভাপতি ইমরান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা সাব্বির আহমদ, ইউনিয়ন বিএনপির নেতা ফারুক আহমেদ ও চেরাগ আলী।
বক্তারা বলেন, উন্নয়ন বঞ্চিত জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। তাঁরা সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।


















