ব্রেকিং নিউজ
কোটচাঁদপুর ইউপি সদস্য আটক
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
- / ৩৫৮ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ককটেল ও বোমা উদ্ধার মামলায় ইউপি সদস্য আবুল হোসেনকে আটক করে আদালতে পাঠিয়েছেন কোটচাঁদপুর থানার পুলিশ।
বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গেল বুধবার (০৭-১২-২২) তারিখ রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৫ টি ককটেল ও ৩ টি পেট্রোল বোমা উদ্ধার করেন স্থানীয় থানা পুলিশ।
ওই ঘটনায় কামরুল হাসান (কাকন) বাদি হয়ে কোটচাঁদপুর থানায় মামলা করেন। যার নাম্বার- ৩,তারিখ- ৭-১২-২২।
ওই মামলায় মঙ্গলবার সকালে উপজেলার হরিণদীয়া গ্রামের নিজ বাড়ি থেকে আবুল হোসেন (৪০) কে আটক করেন কোটচাঁদপুর থানা পুলিশ।
সে ওই গ্রামের আব্দুল ফরিদ হোসেনের ছেলে। জানা যায়,আবুল হোসেন কুশনা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছেন কোটচাঁদপুর থানা পুলিশ।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, কোটচাঁদপুর পৌর বিএনপির অফিসের পিছন থেকে ৩ টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ওই ঘটনায় কামরুল হাসান বাদি হয়ে থানায় মামলা করেন।
ওই মামলায় আবুল হোসেনকে আটক করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগস :