ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
পাঠক নন্দিত লেখক আসাদ মিলন এর স্বরচিত কবিতা ” আমার বিজয় দিবস, আমার ভাবনা “ তারেক রহমানের প্রত্যাবর্তনে মৌলভীবাজারে বিএনপির রাজপথ মুখর আনন্দ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪ জন মৌলভীবাজারে জাতীয়তাবাদী রিক্স ভ্যান অটোচালক দল কমিটি গঠন দীর্ঘদিনের বিভেদ মুছে নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকার মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ তে ৮ নেতা গ্রে ফ তা র আমে‌রিকা প্রবাসী বি‌শিষ্ট ব‌্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ সিআইপি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূ‌ষিত শ্রীমঙ্গল হেলদি চয়েস ফুড বেভারেজ কোম্পানি ফ্যাক্টরি পরিদর্শনে যুক্তরাজ্যের  বিখ্যাত  শেফ টমি মিয়া ও চেম্বার নেতৃবৃন্দ  মৌলভীবাজার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রে প্তা র সেনানিবাসে সুদানে নি হ ত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

কোটচাঁদপুর উপজেলা চত্বরে জাতীয় ফল মেলা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ১৬২ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই স্লোগানে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। উপজেলা পরিষদ  চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম । উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছ: শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী  অফিসার  বলেন, এই ধরনের মেলার মাধ্যমে আমরা স্থানীয় ফল ও ফলদ বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারি। শুধু ফল খাওয়ার অভ্যাস গড়লেই হবে না, নিজেরা অন্তত একটি করে ফলের গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারব।তিনি আরও বলেন,সরকারের কৃষিবান্ধব নীতি ও মাননীয় প্রধানউপদেষ্টার  ঘোষণা অনুযায়ী ‘কৃষিই সমৃদ্ধি’এই বিশ্বাসে আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি, তবে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

 

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা অংশ নিয়েছেন। তাঁরা দেশীয় ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, ড্রাগন, কলা, লটকন, জলপাই,আমড়া,জামরুল,ছবেদা,সহ নানা রকমের মৌসুমি ফল ও ফলের চারা প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে এসেছেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্যও আয়োজন করা হয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে দেশে অধিকাংশ মানুষ বিদেশি ফলের প্রতি ঝুঁকলেও দেশি ফলেই রয়েছে বেশি পুষ্টিগুণ।

 

কৃষি অফিসের পক্ষ থেকে আমরা প্রতিটি গ্রামে ফলদ গাছ রোপণে চাষিদের উৎসাহ দিয়ে যাচ্ছি।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন আরও ঘন ঘন হলে ফল সম্পর্কে সচেতনতা যেমন বাড়বে, তেমনি তরুণ প্রজন্ম প্রকৃতির প্রতি আগ্রহী হবে।দেশীয় ফলের প্রচার ও প্রসারে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ১৯ জুন শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর উপজেলা চত্বরে জাতীয় ফল মেলা

আপডেট সময় ০৭:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

কোটচাঁদপুর প্রতিনিধিঃ “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”এই স্লোগানে ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। উপজেলা পরিষদ  চত্বরে বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম । উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেনের সভাপতিত্বে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছ: শায়লা শারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব প্রমুখ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী  অফিসার  বলেন, এই ধরনের মেলার মাধ্যমে আমরা স্থানীয় ফল ও ফলদ বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারি। শুধু ফল খাওয়ার অভ্যাস গড়লেই হবে না, নিজেরা অন্তত একটি করে ফলের গাছ লাগালে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারব।তিনি আরও বলেন,সরকারের কৃষিবান্ধব নীতি ও মাননীয় প্রধানউপদেষ্টার  ঘোষণা অনুযায়ী ‘কৃষিই সমৃদ্ধি’এই বিশ্বাসে আমরা প্রত্যেকেই যদি নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি, তবে দেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা সম্ভব।

 

মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা অংশ নিয়েছেন। তাঁরা দেশীয় ফল যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, ড্রাগন, কলা, লটকন, জলপাই,আমড়া,জামরুল,ছবেদা,সহ নানা রকমের মৌসুমি ফল ও ফলের চারা প্রদর্শন ও বিক্রির জন্য নিয়ে এসেছেন। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের জন্যও আয়োজন করা হয়েছে। সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে দেশে অধিকাংশ মানুষ বিদেশি ফলের প্রতি ঝুঁকলেও দেশি ফলেই রয়েছে বেশি পুষ্টিগুণ।

 

কৃষি অফিসের পক্ষ থেকে আমরা প্রতিটি গ্রামে ফলদ গাছ রোপণে চাষিদের উৎসাহ দিয়ে যাচ্ছি।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন আরও ঘন ঘন হলে ফল সম্পর্কে সচেতনতা যেমন বাড়বে, তেমনি তরুণ প্রজন্ম প্রকৃতির প্রতি আগ্রহী হবে।দেশীয় ফলের প্রচার ও প্রসারে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ১৯ জুন শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সকলের জন্য।