কোটচাঁদপুর গাঁজাসহ আটক-৩
- আপডেট সময় ০৬:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ৪০০ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ ৯শ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার পাশপাতিলা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়,সোমবার রাতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ উপজেলার পাশপাতিলা গ্রামের শংকর দাসের বাড়ি থেকে ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসময় ্ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিককেও আটক করেন।
পরে তার স্বীকারক্তিতে আরো দুই জনকে আটক করেন পুলিশ। আটককৃতরা হলেন,বলাবাড়িয়া গ্রামের মৃত নিরাপদো দাসের ছেলে বাবু দাস ও একই গ্রামে বিপেন দাসের ছেলে বেচা দাস।
এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপ-
পরিদর্শক(এস আই) আব্দুল মান্নান
জানান,গোপন সংবাদের ভিত্তিতে পাশপাতলা
গ্রামে অভিযান চালিয়ে ৯শ গ্রাম গাঁজা
উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত
থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়।
এ ব্যাপারে থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ওই তিন জনকে পুলিশ আদালতে পাঠিয়েছেন।