একই অভিযোগে তিন জনকে আটক করেন,কোটচাঁদপুর থানা পুলিশ। রবিবার সকালে তাদের দুই জনকে ছেড়ে দিলেও আদালতে পাঠিান একজনকে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন।
রিপন হোসেন বলেন,আমরা তিন জনই হকারি করি। হকারি করে জীবন চালিয়ে থাকি। শনিবার সন্ধ্যায় দোকানে মাল দিয়ে তিন জনে মিলে মেথর পাড়া থেকে একশ টাকার গাঁজা কিনে ছিলাম খাওয়ার জন্য।
এ সময় তৌফিক নামের ওই দারোগা আমাদের আটক করে থানায় নিয়ে আসেন। সারারাত হাজত বাস করার পর রবিবার সকালে মুক্ত হই আলামিন আর আমি। আদালতে পাঠান আরিফ হোসেনকে। আটকৃতরা হলেন, আরিফ হোসেন, রিপন হোসেন,ও,আলামিন হোসেন। এদের প্রত্যেকের বাড়ি মহেশপুরর আলামপুরে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার সহউপপরিদর্শক (এএসআই) তৌফিক বলেন,আমি তো কোন গাঁজা সহ কাউকে ধরি নাই।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,ওই তিন জন কে আটক করেন এএসআই তৌফিক। তবে গাঁজা পাওয়া যায় একজনের কাছে। এজন্য দুই জনকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়। আরেক জনকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।