কোটচাঁদপুর পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনায় নিহত-১
- আপডেট সময় ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৩৫৯ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ কোটচাঁদপুরে পাওনা টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ্য হয়ে,স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃত্যু আরজান মন্ডলের (৪৫)।
শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের সারুটিয়া টেকের হাট বাজারে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ,আরজান গেল ৩ বছর ধরে আমার কাঠ গোলায় কাঠমিস্ত্রির কাজ করেন। শুক্রবার (২৩-০৬-২৩) সকাল ১০ টার সময় গোলার পাশের আবু তালেবের চায়ের দোকানে চা খেতে যান আরজান মন্ডল (৪৫)।
এ সময় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয় ওই দু’জনের মধ্যে। একপর্যায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের মধ্যে মারামারি থেকে সরিয়ে দুই জন কে দুই দিকে পাঠিয়ে দেন।
তিনি বলেন, এরপর তাকে নিয়ে আমি কাঠ গোলাম ফিরে আসি। এর কিছুক্ষন পর বুকে ব্যাথার কথা বলেন আরজান আমাকে। আরো অসুস্থ্যতা বোধ হয় তাঁর।
সে সময় তাকে দ্রুত কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন। আরজান মন্ডল( ৪৫),সে কোটচাঁদপুরের রুদ্রপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। আর চায়ের দোকানদার আবু তালেবের ছিলেন, সারুটিয়া টেকের হাট বাজার এলাকার শহর আলীর ছেলে।
ওই কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা বলেন,আরজানকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর লম্বা শ্বাস চলছিল। অবস্থা খারাপের দিকে ছিল। এ অবস্থা দেখা তাকে বেশ কিছুক্ষন সিপিআর ও দেয়া হয়। তবে তাতে কোন লাভ হয়নি। পরে সে মারা যায়। কি কারনে মারা যান,এমন প্রশ্নে তিনি বলেন, মারামারির ঘটনা শুনেছি। তবে মারামারি কোন চিহৃ পাওয়া যায়নি ওনার শরীলের কোথাও।
এ দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস। তিনি বলেন,চায়ের দোকান ৩শ টাকা পেতেন আরজানের কাছে। এটা নিয়ে ধস্তাধস্তি, মারামারির ঘটনা ঘটে। এতে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পর তাঁর মৃত্যু হয়েছে। মারামারি ঘটনা, তবে ময়নাতদন্তের পর বলা সম্ভব মৃত্যুর প্রকৃত কারন।
পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ বা মামলা করেনি বলে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) নাজিবুল হক।