ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জুলাই গণঅভ্যুত্থান উদযাপনে মৌলভীবাজারে প্রতীকী ম্যারাথন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মৌলভীবাজার ছাত্রদলের স্মরণসভা মব সৃষ্টির নামে অপপ্রচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা জামায়াতের বিক্ষোভ জাতীয় রাজনীতি ঘোলাটে করার চেষ্টা চলছে”— এম নাসের রহমান মৌলভীবাজার জুলাই শহীদ দিবস পালন স্ত্রীর মৃ/ত্যু/র খবর শুনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামীও মৃ/ত্যু সুদের টাকার লেনদেন নিয়ে ময়ুর মিয়া হ/ত্যা রহস্য উদঘাটন আলামতসহ মূল আসামী গ্রে/ফ/তা/র কোটচাঁদপুরে জুলাই শহীদ দিবস পালিত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে বি ক্ষো ভ মিছিল

কোটচাঁদপুর পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে বোমা বিস্ফোরণের অভিযোগ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬৮৩ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১ শ টাকা নিয়ে যান চাঁদাবাজরা। বাকি টাকা না পেয়ে বাড়িতে বোমা ফাটিয়েছেন তারা এমন অভিযোগ বাড়ির মালিক অলিয়ার রহমানের। পারিবারিক ঝামেলার কারনে এটা হতে পারে বলছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের তালিনা গ্রামে।

ভুক্তভোগী অলিয়ার রহমান বলেন,গেল ২৭ জানুয়ারি রাতে মুখ বাধা ৫/৬ জন মানুষ প্রবেশ করেন বাড়িতে। বলেন আমরা পুলিশের লোক। দরজা খুলে বাইরে আসতেই দাবি করেন ৫ লাখ টাকা। এরপর অনেক কথা কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১ শ টাকা নিয়ে যান তারা।

সোমবার রাতে একই ভাবে বাড়িতে প্রবেশ করেন তারা। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। ছেলের  বউ আর মেয়ে বাড়িতে ছিল। ওই সময় তারা ভয় পেয়ে নিচে তালা দিয়ে উপরের ঘরে চলে যান। পরে ফোন করলে,আমি জানতে পারি। এ খবরে আমরা বাড়ির দিকে রওনা করি। পরে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে বোমা ফাটিয়ে পালিয়ে যান।
তিনি বলেন, বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় মামলা করতে গিয়ে ছিলাম। ওসি সাহেব না থাকায় করা হয়নি। সন্ধ্যা বেলায় আমাদের যেতে বলেছেন। জানা যায়, অলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কোটচাঁদপুর টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক রাজন হোসেন বলেন, ওই সময় আমরা পাশের একটা মাহফিলে ডিউটি করছিলাম।

স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পোটকা বিস্ফোরণের পর যা পড়ে থাকে,ওই ধরনের কিছু আলামত উদ্ধার করা হয়। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন বলেন,গেল ২৭ তারিখে তাদের কাছে পুলিশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১শ টাকা নিয়ে যান। ওই সময় তারা আমাদেরকে জানাননি। এছাড়া পাশের পুলিশ ফাঁড়ির কাউকেও অবহিত করেননি তারা। সোমবার রাতে আবার ওই ঘটনা। ঘটনাটির মধ্যে অন্য কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা কোন পারিবারিক ঝামেলার কারনে হতে পারে।

বিষয়টি আমি এসপি স্যারকে বলেছি। বাকিটা খোজ খবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোটচাঁদপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবিতে বোমা বিস্ফোরণের অভিযোগ

আপডেট সময় ০৩:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

কোটচাঁদপুর প্রতিনিধিঃ পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১ শ টাকা নিয়ে যান চাঁদাবাজরা। বাকি টাকা না পেয়ে বাড়িতে বোমা ফাটিয়েছেন তারা এমন অভিযোগ বাড়ির মালিক অলিয়ার রহমানের। পারিবারিক ঝামেলার কারনে এটা হতে পারে বলছেন থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের তালিনা গ্রামে।

ভুক্তভোগী অলিয়ার রহমান বলেন,গেল ২৭ জানুয়ারি রাতে মুখ বাধা ৫/৬ জন মানুষ প্রবেশ করেন বাড়িতে। বলেন আমরা পুলিশের লোক। দরজা খুলে বাইরে আসতেই দাবি করেন ৫ লাখ টাকা। এরপর অনেক কথা কাটাকাটির পর বাসায় থাকা ৫ হাজার ১ শ টাকা নিয়ে যান তারা।

সোমবার রাতে একই ভাবে বাড়িতে প্রবেশ করেন তারা। ওই সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। ছেলের  বউ আর মেয়ে বাড়িতে ছিল। ওই সময় তারা ভয় পেয়ে নিচে তালা দিয়ে উপরের ঘরে চলে যান। পরে ফোন করলে,আমি জানতে পারি। এ খবরে আমরা বাড়ির দিকে রওনা করি। পরে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে বোমা ফাটিয়ে পালিয়ে যান।
তিনি বলেন, বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় মামলা করতে গিয়ে ছিলাম। ওসি সাহেব না থাকায় করা হয়নি। সন্ধ্যা বেলায় আমাদের যেতে বলেছেন। জানা যায়, অলিয়ার রহমান ছিলেন গান্না সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বর্তমানে তিনি কোটচাঁদপুর টিআইসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গুড়পাড়া পুলিশ ফাঁড়ির সহউপপরিদর্শক রাজন হোসেন বলেন, ওই সময় আমরা পাশের একটা মাহফিলে ডিউটি করছিলাম।

স্থানীয় মানুষের মুখে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পোটকা বিস্ফোরণের পর যা পড়ে থাকে,ওই ধরনের কিছু আলামত উদ্ধার করা হয়। তবে ওগুলো বোমা বা ককটেল ছিল না।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মঈন উদ্দিন বলেন,গেল ২৭ তারিখে তাদের কাছে পুলিশ পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ৫ হাজার ১শ টাকা নিয়ে যান। ওই সময় তারা আমাদেরকে জানাননি। এছাড়া পাশের পুলিশ ফাঁড়ির কাউকেও অবহিত করেননি তারা। সোমবার রাতে আবার ওই ঘটনা। ঘটনাটির মধ্যে অন্য কিছু আছে বলে আমার মনে হচ্ছে। এটা কোন পারিবারিক ঝামেলার কারনে হতে পারে।

বিষয়টি আমি এসপি স্যারকে বলেছি। বাকিটা খোজ খবর নিয়ে দেখছি প্রকৃত ঘটনা কি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোটচাঁদপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল।