কোটচাঁদপুর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ৩৫২ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সোমবার বিকেলে কোটচাঁদপুর উপজেলার ভোমরা ডাঙ্গা গ্রামে এ সভা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, কুশনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান ,দোড়া উইনিয়নের সাবেক চেয়ারম্যানমোঃ কাবিল উদ্দিন বিশ্বাস, বিষয়ক কর্মকর্তা শিলা বেগম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।
উপস্থিত অতিথি বৃন্দ বক্তব্যে তুলে ধরেন, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড। এরপর আলোচনায় উঠে আসে তথ্য আপা প্রকল্পের কার্যক্রম।
তারা বলেন,তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের জন্য এ প্রকল্পের উদ্ভাবন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
এ প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ অনেক কিছু জানতে পেরেছে। পেরেছে নিজেদের কি অধিকার। আর এ সব বিষয়ে আরো জানানোর জন্য আয়োজন করেন,বিশেষ এ উঠান বৈঠক।