কোটচাঁদপুর বেগম রোকেয়া দিবস পালিত
- আপডেট সময় ০২:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৮৫ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর প্রতিনিধিঃ মানববন্ধন ও আলোচনা সভার মধ্যদিয়ে কোটচাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,কৃষি কর্মকর্তা মহাসীন আলী,
সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, পল্লী সঞ্চয় কর্মকর্তা চম্পা অধিকারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, কোটচাঁদপুর রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক সুব্রত কুমার, কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। পরে ৫ ক্যাটাগরিতে ৫ জন নারীর হাতে জয়িতার সন্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। দুর্নীতি করে অঘাত ধন সম্পতির মালিক হওয়া সম্ভব,তা ভোগ করা সম্ভব হয় না সবার।সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল ।