ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
কমিটিতে আওয়ামীলীগের দোসরদের কোনোভাবে স্থান দেয়ার সুযোগ নেই’ বিএনপির কর্মী সমাবেশে… ময়ূন পীচ কিউরেটর শাহজান এর বিদায় সংবর্ধনা মৌলভীবাজারে দুই মাদক ব্যবসায়ী আ/ট/ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, বৌদ্ধ, খ্রিস্টান কল্যান ফ্রন্ট আহবায়ক এড.রুনু সদস্য সচিব শ্যামলী নানা আয়োজনে মৌলভীবাজারে এনটিভি’র ২৩ বছরে পদার্পন শ্রীমঙ্গল ২৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএস মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করলো বিএসএফ  আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রে/ফ/তা/র ইউএনডিপির স্টোরি টেলিং অ্যাওয়ার্ড জিতলেন মৌলভীবাজারের সিপন দেব গ্রীন মৌলভীবাজার গড়ার লক্ষ্যে জেলা প্রশাসনের ১ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি

কোটচাঁদপুর মেডিকেলে ভর্তির সুযোগ  ৫ শিক্ষার্থীর 

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • / ৪৮২ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর  প্রতিনিধিঃ  মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীন্ন হয়েছেন কোটচাঁদপুরের  ৫ শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে ২ জন ছাত্র আর ৩ জন ছাত্রী। এ খবরে খুশির আমেজ বইছে ওইসব পরিবারে।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা গেল ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ হয় ১২ মার্চ। এ বছর কোটচাঁদপুর থেকে ২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে ৫ জন উর্ত্তীন্ন হয়েছে।
যার মধ্যে রয়েছে দয়িতা সিংহ,সে কোটচাঁদপুর বাজার পাড়ার স্বপন সিংহের মেয়ে। দয়িতা ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছেন,সিফাত ইসলাম সুযোগ পেয়েছেন যশোর মেডিকেল কলেজে। সে সলেমানপুর পালপাড়ার সিরাজুল ইসলামের ছেলে, নিলুফার ইয়াসমিন লিয়া, রাজশাহী মেডিকেল কলেজ,সে  সেনাবাহিনী অনারী লেফটেন্ট হাবিবুর রহমানের মেয়ে,আমজাত হোসেনের মেয়ে হাবিবা গুলশানারা,সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে আর অভিজিৎ রায় খুলনা মেডিকেলে। সে সলেমানপুর প্রশান্ত রায়ের ছেলে।
এ খবরে খুশির আমেজ বইছে পরিবারগুলোয়। এ বিষয়ে সিফাতের পিতা সিরাজুল ইসলাম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন পূরনের একধাপ এগিয়েছে আমার ছেলে। কস্টের অনেকটা ভুলতে শুরু করেছি।আর এ কস্টো শেষ হবে ডাক্তারি পাশ করে বের হবার পর।
তিনি বলেন, খবরটি পাবার পর শুধু আমার পরিবার না, প্রতিবেশীরাও বেশ খুশি হয়েছেন। অনেকে শুভ কামনা জানাতে বাড়িতে ও আসছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই।
ভাল ফল পাবার পর অভিজিৎ রায় প্রতিক্রিয়ায় বলেন,ফলাফলে খুব খুশি হয়েছি। এ ছাড়া আমার ভাল ফলের কারনে খুশি হয়েছেন প্রতিবেশী ও শুভাকাক্ষিরাও। কোন ছাত্র ভাল ফল পেতে করনীয় কি,এমন প্রশ্নে তিনি বলেন,অধ্যাবয়াই আর নিয়মিত অধ্যাবয়াই এনে দিতে পারে ভাল ফল।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কোটচাঁদপুর মেডিকেলে ভর্তির সুযোগ  ৫ শিক্ষার্থীর 

আপডেট সময় ০৪:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
কোটচাঁদপুর  প্রতিনিধিঃ  মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে উর্ত্তীন্ন হয়েছেন কোটচাঁদপুরের  ৫ শিক্ষার্থী। এরমধ্যে রয়েছে ২ জন ছাত্র আর ৩ জন ছাত্রী। এ খবরে খুশির আমেজ বইছে ওইসব পরিবারে।
সংশ্লিস্ট সুত্রে জানা যায়, এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা গেল ১০ মার্চ অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ হয় ১২ মার্চ। এ বছর কোটচাঁদপুর থেকে ২০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে ৫ জন উর্ত্তীন্ন হয়েছে।
যার মধ্যে রয়েছে দয়িতা সিংহ,সে কোটচাঁদপুর বাজার পাড়ার স্বপন সিংহের মেয়ে। দয়িতা ঢাকার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ অর্জন করেছেন,সিফাত ইসলাম সুযোগ পেয়েছেন যশোর মেডিকেল কলেজে। সে সলেমানপুর পালপাড়ার সিরাজুল ইসলামের ছেলে, নিলুফার ইয়াসমিন লিয়া, রাজশাহী মেডিকেল কলেজ,সে  সেনাবাহিনী অনারী লেফটেন্ট হাবিবুর রহমানের মেয়ে,আমজাত হোসেনের মেয়ে হাবিবা গুলশানারা,সুযোগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে আর অভিজিৎ রায় খুলনা মেডিকেলে। সে সলেমানপুর প্রশান্ত রায়ের ছেলে।
এ খবরে খুশির আমেজ বইছে পরিবারগুলোয়। এ বিষয়ে সিফাতের পিতা সিরাজুল ইসলাম বলেন, আমার অনেক দিনের স্বপ্ন পূরনের একধাপ এগিয়েছে আমার ছেলে। কস্টের অনেকটা ভুলতে শুরু করেছি।আর এ কস্টো শেষ হবে ডাক্তারি পাশ করে বের হবার পর।
তিনি বলেন, খবরটি পাবার পর শুধু আমার পরিবার না, প্রতিবেশীরাও বেশ খুশি হয়েছেন। অনেকে শুভ কামনা জানাতে বাড়িতে ও আসছেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়া তো আছেই।
ভাল ফল পাবার পর অভিজিৎ রায় প্রতিক্রিয়ায় বলেন,ফলাফলে খুব খুশি হয়েছি। এ ছাড়া আমার ভাল ফলের কারনে খুশি হয়েছেন প্রতিবেশী ও শুভাকাক্ষিরাও। কোন ছাত্র ভাল ফল পেতে করনীয় কি,এমন প্রশ্নে তিনি বলেন,অধ্যাবয়াই আর নিয়মিত অধ্যাবয়াই এনে দিতে পারে ভাল ফল।