ব্রেকিং নিউজ
কোটচাঁদপুরে বিষপানে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- / ৩৫২ বার পড়া হয়েছে

কোটচাঁদপুর প্রতিনিধিঃ বিষপান করে আত্মহত্যা করেছেন ইয়াকুব্বার শেখ (৭০) নামের এক বৃদ্ধা। সোমবার ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুরের কন্যানগর গ্রামে।
মৃত্যুর স্ত্রী নেকজান বেগম বলেন, দীর্ঘ দিন তিনি অসুস্থ্য ছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। তবে দেখে ফেলায়,সে যাত্রা বেচে যান। সোমবার কখন সে বিষ পান করেন, তা কেউ দেখিনি। পরে জানতে পেরে তাকে
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওয়াশও করা হয়। এরপর চিকিৎসা চলাকালীন সময় সে মারা যান।
ইকাকুব্বার শেখ উপজেলা কণ্যানগর গ্রামের মৃত মল্লিক শেখের ছেলে।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিরিন সুলতানা জানান, সে এমনিতেই অসুস্থ্য ছিলেন। সকালে বিষপান করে আসেন। তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এরপর বিকাল ৪ টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক প্রসেনজিৎ সরকার বলেন, খবর পেয়েছি। পুলিশ ও গেছে। সুরতহাল করে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হবে।

ট্যাগস :