কোটচাঁদপুরে ৫১তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতারণ
- আপডেট সময় ০৯:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১১৭ বার পড়া হয়েছে
কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধ ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫১তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতারণ ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ করা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলার নির্বাহী অফিসার উছেন মে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইছাহক আলী, শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুদ্দিন আহমদ, মোজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান,জালালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আক্তার জাহান প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তালিনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষক, ছাত্র, ছাত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।