ব্রেকিং নিউজ
ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাদেল
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:৫১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪
- / ৫৪৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটুও আজ পদত্যাগ করেছেন। তবে এ দুজন সরাসরি বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না।
তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানায় বিসিবির অভ্যন্তরীণ সূত্র। আওয়ামী লীগের এই নেতা গত জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন নাদেল।
ট্যাগস :
















