ব্রেকিং নিউজ
ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে থানায় স্ত্রীর অভিযোগ
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৩:৩৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ৪৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসাইন। কিন্তু ফর্মহীনতার কারণে দীর্ঘদিন ধরেই রয়েছেন দলের বাইরে।
এবার ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে মিরপুর মডেল থানায় হাজির হয়েছেন স্ত্রী ইসরাত জাহান। তিনি পেসার আল আমিনের বিরুদ্ধে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি গণমাধ্যমকে জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান।
তিনি বলেন, ‘ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে। ’
যৌতুক কিংবা মারধর কি না জানতে চাইলে ওসি বলেন, ‘এ রকমই একটি অভিযোগ দিয়েছেন আল আমিনের স্ত্রী। ’
ট্যাগস :