খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় না করার আহবান বিএনপির

- আপডেট সময় ০৩:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
- / ১৩১ বার পড়া হয়েছে

চিকিৎসা শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে দুই পুত্রবধুকে সাথে নিয়ে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সোামবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
তবে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ্ সিদ্দিকী।
শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে পূর্বে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ম্যাডামকে স্বাগত জানানোর জন্য দলের নেতাকর্মী সহ সর্বস্থরের সিলেটবাসী প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন।
