ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

খোলা চিঠিতে যা লিখলেন পুলিশ সুপার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • / ২৭১ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক:  সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়ে এক বছর পূর্ণ করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার তার একবছর পূর্তিওত সিলেটবাসীর উদ্যোশে একটি খোলা চিঠি লিখেন। এতে পুলিশ সুপার (এসপি) হিসেবে এক বছর দায়িত্ব পালনকালে সিলেট জেলা পুলিশের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন  আবদুল্লাহ আল মামুন।

চিঠিতে তিনি লিখেন- গত এক বছরে সিলেট জেলা পুলিশ ২৫৪৪টি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে ২২৭৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন মামলায় পলাতক ও পরোয়ানাভূক্ত ১০ হাজারের অধিক আসামিকে আদালতে সোপর্দ করেছে।

সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালানের প্রকোপ তুলনামূলকভাবে বেশী উল্লেখ করে তিনি লেখেন, গত একবছরে ১৬৪ জন চোরাকারবারিকে গ্রেপ্তার ও ৫ কোটি টাকার চোরাচালনকৃত মালামাল জব্দ করা হয়। এই সময়ে ২ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করে ৩৭১ জন মাদক কারবারিকে আইনের আওতায় নিয়ে আসা হয়।

চিঠিতে পুলিশ সুপার আরো উল্লেখ করেন, বিগত বছরে সিলেট বাসীর নিরাপত্তা রক্ষায় ২০ হাজারের অধিক পুলিশ টহল পরিচালনা করা হয়েছে। টহল কার্যক্রমকে বেগবান করতে বিশেষায়িত ‘কুইক রেসপন্স টীম (কিউআরটি)’ গঠন করা হয়েছে। এছাড়া গোয়াইনঘাটের জাফলংয়ের আলোচিত পর্যটক হত্যা মামলা, ওসমানীনগরে ক্লু-লেস নিরীহ অটো চালক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ অপহৃত ১৪ মাস বয়সী শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে মায়ের কোলে; ৩৩ বছর ধরে পালিয়ে থাকা খুনের আসামিও পুলিশের চোখ-কে ফাঁকি দিতে পারেনি।

প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে এসপি মামুন তার চিঠিতে লিখেন- প্রবাসীদের তাৎক্ষণিক ও সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য হট লাইন নাম্বার (+৮৮০১৩২০১১৭৯৭৯) চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে নেয়া হয়েছে নব উদ্যোগ। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে ৫০ হাজারের অধিক পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়েছে।

গত একবচলে বিভিন্ন নির্বাচনে সিলেট জেলা পুলিশের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ সুপার আরো লিখেন- সমাজের অসহায়, নির্যাতিত মানুষের পুলিশ বাহিনীর নিকট ন্যায় বিচারের প্রত্যাশা অনেক বেশী। সিলেট জেলা পুলিশ মানুষের আশা-ভরসার ধারক ও বাহক হয়ে উঠতে চায়। ইতোমধ্যেই পুলিশ কনস্টেবল নিয়োগে সমাজের প্রান্তিক পরিবারের ৫৬ জন সদস্যের অন্তর্ভূক্তি অসহায় ও দরিদ্র মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

 

সিলেটে একবছরের দায়িত্বকাল সম্পর্কে জানতে বৃহস্পতিবার বিকেলে এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে কল দিয়ে অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম) শেখ মো. সেলিম কল ধরেন।

পুলিশ সুপারের বরাত দিয়ে তিনি বলেন, পুলিশের উপর জনগনের আস্থা ফিরিয়ে আনাকেই এই এক বছরে নিজের সবচেয়ে বড় সাফল্য মনে করেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খোলা চিঠিতে যা লিখলেন পুলিশ সুপার

আপডেট সময় ০৪:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

মৌলভীবাজার২৪ ডেস্ক:  সিলেটের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়ে এক বছর পূর্ণ করেছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার তার একবছর পূর্তিওত সিলেটবাসীর উদ্যোশে একটি খোলা চিঠি লিখেন। এতে পুলিশ সুপার (এসপি) হিসেবে এক বছর দায়িত্ব পালনকালে সিলেট জেলা পুলিশের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন  আবদুল্লাহ আল মামুন।

চিঠিতে তিনি লিখেন- গত এক বছরে সিলেট জেলা পুলিশ ২৫৪৪টি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে ২২৭৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। বিভিন্ন মামলায় পলাতক ও পরোয়ানাভূক্ত ১০ হাজারের অধিক আসামিকে আদালতে সোপর্দ করেছে।

সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালানের প্রকোপ তুলনামূলকভাবে বেশী উল্লেখ করে তিনি লেখেন, গত একবছরে ১৬৪ জন চোরাকারবারিকে গ্রেপ্তার ও ৫ কোটি টাকার চোরাচালনকৃত মালামাল জব্দ করা হয়। এই সময়ে ২ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার করে ৩৭১ জন মাদক কারবারিকে আইনের আওতায় নিয়ে আসা হয়।

চিঠিতে পুলিশ সুপার আরো উল্লেখ করেন, বিগত বছরে সিলেট বাসীর নিরাপত্তা রক্ষায় ২০ হাজারের অধিক পুলিশ টহল পরিচালনা করা হয়েছে। টহল কার্যক্রমকে বেগবান করতে বিশেষায়িত ‘কুইক রেসপন্স টীম (কিউআরটি)’ গঠন করা হয়েছে। এছাড়া গোয়াইনঘাটের জাফলংয়ের আলোচিত পর্যটক হত্যা মামলা, ওসমানীনগরে ক্লু-লেস নিরীহ অটো চালক হত্যা মামলার রহস্য উদ্ঘাটনসহ অপহৃত ১৪ মাস বয়সী শিশুকে উদ্ধার করে ফিরিয়ে দেয়া হয়েছে মায়ের কোলে; ৩৩ বছর ধরে পালিয়ে থাকা খুনের আসামিও পুলিশের চোখ-কে ফাঁকি দিতে পারেনি।

প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে এসপি মামুন তার চিঠিতে লিখেন- প্রবাসীদের তাৎক্ষণিক ও সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য হট লাইন নাম্বার (+৮৮০১৩২০১১৭৯৭৯) চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধানে নেয়া হয়েছে নব উদ্যোগ। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে ৫০ হাজারের অধিক পুলিশ ক্লিয়ারেন্স প্রদান করা হয়েছে।

গত একবচলে বিভিন্ন নির্বাচনে সিলেট জেলা পুলিশের স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ সুপার আরো লিখেন- সমাজের অসহায়, নির্যাতিত মানুষের পুলিশ বাহিনীর নিকট ন্যায় বিচারের প্রত্যাশা অনেক বেশী। সিলেট জেলা পুলিশ মানুষের আশা-ভরসার ধারক ও বাহক হয়ে উঠতে চায়। ইতোমধ্যেই পুলিশ কনস্টেবল নিয়োগে সমাজের প্রান্তিক পরিবারের ৫৬ জন সদস্যের অন্তর্ভূক্তি অসহায় ও দরিদ্র মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

 

সিলেটে একবছরের দায়িত্বকাল সম্পর্কে জানতে বৃহস্পতিবার বিকেলে এসপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে কল দিয়ে অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম) শেখ মো. সেলিম কল ধরেন।

পুলিশ সুপারের বরাত দিয়ে তিনি বলেন, পুলিশের উপর জনগনের আস্থা ফিরিয়ে আনাকেই এই এক বছরে নিজের সবচেয়ে বড় সাফল্য মনে করেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।