ব্রেকিং নিউজ
গরীব এণ্ড ইয়াতিম ট্রাস্টের পক্ষ থেকে বিতরন করলাম রিক্সা,হুইল চেয়ার ও ঠেলা গাড়ি

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০২:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: গরীব এণ্ড ইয়াতিম ট্রাস্টের পক্ষ থেকে গরীব ও কর্মক্ষম মানুষের মধ্যে বিতরন করা হয়েছে ২০টি রিক্সা,২০টি হুইল চেয়ার ও ১০টি ঠেলা গাড়ি ।
শনিবার ( ৬ই সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট শহরের রেজিষ্টারী মাঠে ছিল গরীব এণ্ড ইয়াতীম ট্রাস্টের এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সংগঠণের ফাউণ্ডার ও সিইও শায়েখ সালেহ আহমদ হামিদী।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী,সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী.এমপি পদ প্রার্থী মাওলানা হাবিবুর রহমান,ডঃ মোঃ আবু তাহের,সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান ,সাংবাদিক এনামুল হক জুবের,সাংবাদিক খালেদ আহমদ,মাওলানা সামিউর রহমান মুসা,পীর আব্দুল জব্বার,সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া ,লেখক মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী ,সৈয়দ মুফলেহুস সালেকিন প্রমুখ ।
বক্তারা -গরীব এণ্ড ইয়াতিম ট্রাষ্ট ফাণ্ডের এই মহতি কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান ও দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

ট্যাগস :