গ্রাম আদালত কার্যক্রমে শ্রেষ্ঠ নির্বাচিত জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাছুম রেজা

- আপডেট সময় ০৯:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি গ্রাম আদালত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে জুড়ী উপজেলার ০৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মাছুম রেজাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গ্রাম আদালত কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হাজী মাছুম রেজার নেতৃত্বাধীন জায়ফরনগর ইউনিয়ন পরিষদ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও কার্যকর সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
অর্জনের স্বীকৃতি হিসেবে প্রদত্ত এ সম্মাননা স্মারক ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও ইউনিয়নবাসীর জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
