ব্রেকিং নিউজ
চা শ্রমিকের পাশে থেকে আজীবন কাজ করতে চায় আওয়ামিলীগ -পরিবেশ মন্ত্রী
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১০:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ২৩২ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের ৫৯ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই রবিবার দুপুর ১ ঘটিকার সময় জুড়ী মদিনা কমিনিউটি সেন্টারে সংগঠনের সভাপতি শাহিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন দাশ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।
বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বাংলাদেশ টি এষ্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃজাকারিয়া আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া,সাধারন সম্পাদক মাসুক আহমদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন,বাংলাদেশ টি এষ্টেট এর সাধারণ সম্পাদক তালুকদার মোঃআমিনুর রহমান প্রমুখ।
এসময় পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি বলেন, আওয়ামিলীগ সরকার সবসময় চা শ্রমিকের পাশে ছিলো ও আগামিতে থাকবে।
ট্যাগস :