ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ভুয়া AI ভিডিও নিয়ে সতর্কবার্তা নাসের রহমানের শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উদ্বোধন সেনাবাহিনীর অভিযানে মৌলভীবাজারে অ স্ত্র উদ্ধার হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫তম ওরস ১৫ই জানুয়ারি শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন ২২ জানুয়ারি আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা মৌলভীবাজারে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা মৌলভীবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক বিভাগীয় পর্যায়ের জনসচেতনতামূলক কর্মশালা আগামী নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে কুয়াশা ভেদ করে দৌড়: প্রকৃতির কোলে রাজকান্দি হিল ২৫কে ম্যারাতন —– বিজিত দত্ত

চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার,চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৬৪৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)।

তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটরসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে পিতার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তা পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে।

পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিকশার অংশসহ চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতার আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার,চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৩:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) বিভিন্ন অংশে কেটে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন পারভেজ আলী (২০), সিয়াম আহমেদ (২৩), রহমত মিয়া (২২) এবং মুহিত মিয়া (৪২)।

তাদের কাছ থেকে চোরাই টমটম বিক্রির মোট ১৩ হাজার টাকা, ১৫টি কাটা অংশ, ৪টি ব্যাটারি, একটি চাকা, সামনের গ্লাস, কন্ট্রোলার ও মোটরসহ অন্যান্য জিনিস উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ জুলাই বিকাল ৫টা ১৫ মিনিটে বনগাঁও গ্রামের বাসিন্দা হাসিদ আলী তার অটোরিকশাটি ইউনিয়ন পরিষদ চত্বরের সামনে রেখে পিতার কাঁচামালের দোকানে শাকসবজি বিক্রি করছিলেন। রাতে ফিরে এসে অটোরিকশা না পেয়ে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তা পাননি। পরদিন সন্দেহভাজন তিনজনকে স্থানীয়রা আটক করলে তারা চুরির বিষয় স্বীকার করে।

পরে কমলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকা থেকে চোরাই অটোরিকশার অংশসহ চক্রের মূল হোতা মুহিত মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত সামগ্রী ও গ্রেফতার আসামিদের থানায় আনা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।