চুরি হওয়া মোবাইল উদ্ধার করল পুলিশ
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ৬৩৬ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার ২৪ ডেস্ক:মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সার্বিক সহযোগিতায় প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে চুরি হয়ে যাওয়ার ২৩ দিন পর মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ মার্চ) দুপুরের পৌর মেয়র মো: ফজলুর রহমানের মাধ্যমে মোবাইলের প্রকৃত মালিক শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার বাসিন্দা সুফিয়া বেগম এর হাতে মোবাইল ফোনটি তুলে দেন।
জানাযায়,গত ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টার সুফিয়া বেগম এর ব্যবহৃত মোবাইল SAMSUNG GALAXY A22 5G যাহার আইএমইআই নম্বর 352321540114562, 358147290114567 নিজ বাসা হইতে চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে সুফিয়া বেগমের নাতি রশিদ মিয়া (৩৭) মৌলভীবাজার মডেল থানায় সাধারন ডায়রি করলে মোবাইলটির আইএমই নাম্বার দিয়ে প্রযুক্তির মাধ্যমে ৫মার্চ রাতে মোবাইল ব্যবহারকারী শ্রীমঙ্গল উপজেলা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়।
মোবাইল ফোন পেয়ে সুফিয়া বেগম বলেন,ফোনটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। খুব ভালো লাগছে হারানো প্রিয় জিনিসটি আবার হাতে পেয়ে। কারণ একটা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যা টাকা দিয়ে পাওয়া যায় না। পুলিশ ও পৌর সভার মেয়র মানবিক সেবায় আমি অভিভূত।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)