চেক ও সনদ বিতরণ করলেন এমপি শাহাব উদ্দিন
- আপডেট সময় ১০:২৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ২৪৭ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের জুড়ীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সুদর্শন সরকারের সভাপতিত্বে ও শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, ওসি এস এম মাইন উদ্দিন, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি তৃতীয় পর্যায়ের প্রকল্পের ৬০ জন নারী কর্মীরা ৪ বছর কাজ করেন। সেখানের বেতন থেকে সঞ্চয় হিসেবে জনপ্রতি এক লক্ষ আঠারো হাজার নয়শত আট টাকার জমাকৃত চেক উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে বসন্তী দশা, জরিনা বেগম বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, জায়ফর নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক জহিরুল ইসলাম প্রমুখ।