ছাত্র শিবিরের জেলা সেক্রেটারিসহ ৩ জন আটক
																
								
							
                                - আপডেট সময় ০৪:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
 - / ১০৪২ বার পড়া হয়েছে
 

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে পুলিশ ছাত্র শিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারিসহ ৩ জনকে আটক করেছে।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে বড়লেখা সদর ইউনিয়নের বড়লেখা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি হাফিজ আলম হোসাইন (৩০), বড়লেখা উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু হাসান (২৫) ও ছাত্র শিবির নেতা নাহিদ আহমদ (২১)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বলেন, ‘জামায়াত-শিবির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোসহ নাশকাতা করার জন্য পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ।
                            
																			












