ছাত্রদল সভাপতিসহ ২জন কারাগারে
- আপডেট সময় ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ৪০৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম-এর আদালতে ওই মামলায় হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আফজল হোসেন জানান, ২০২২ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় লাখাইয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় এসআই ফজলে রাব্বী বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে ২৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে বিএনপি নেতারা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন।
জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে ৪২ জন নেতাকর্মী জামিন আবেদন করেন। আদালত ৪০ জনের জামিন মঞ্জুর করেন।
জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান ও লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলামের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানের নির্দেশ দেন।