ব্রেকিং নিউজ
জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব, বিদায় সংবর্ধনা ও বই পড়া উৎসব অনুষ্ঠিত
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ “সুশিক্ষিত লোক মাত্রই স্ব শিক্ষিত” এ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, জেলা পর্যায়ে নির্বাচিত গুণী প্রধান শিক্ষক ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর বৃহষ্পতিবার এ উপলক্ষে বিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী লাইব্রেরি কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো: রফি উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া,অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদী হাসান, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা,বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ডেপুটি রিজিওনাল কমিশনার এহ্সানা চৌধুরী চায়না, নারী উদ্যোক্তা শিরিন আক্তার, ওপেন স্কাউট গ্রুপ এর সহ-সভাপতি ফাহমিদা হক চৌধুরীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মনছুর আলমগীর বলেন, বই হলো জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম, যা অজানাকে জানার সুযোগ করে দেয়।নিয়মিত বই পড়া মানুষের জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে । যত বেশি বই পড়া যাবে, তত বেশি জ্ঞান বৃদ্ধি পাবে । শরীর সুস্থ রাখতে আমরা যেমন ব্যায়াম করি তেমনি মস্তিষ্ককে সবল রাখতে বই পড়া জরুরী ।কাজেই আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে ।
ট্যাগস :



















